ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘শঙ্খচিল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘শঙ্খচিল’ ‘শঙ্খচিল’ ছবির দৃশ্যে প্রসেনজিৎ ও কুসুম শিকদার

কলকাতাঃ গৌতম ঘোষ পরিচালিত ইন্দো-বাংলা প্রোডাকশনের নতুন চলচ্চিত্র ‘শঙ্খচিল’। ছবিটিতে অভিনয় করছেন প্রসেনজিৎ ও কুসুম শিকদার।

দুই বাংলায় এটি একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে।
 
আসছে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) ভারত ও বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে। দেশ ভাগের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘শঙ্খচিল’। গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। যে পরিবারের আত্মীয়রা সীমান্তের দুই পারে ছড়িয়ে রয়েছেন। তাদের জীবনচিত্র তুলে ধরা হয়েছে এখানে।

ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে বলে নির্মাতা গৌতম ঘোষ জানিয়েছেন। ক’দিন আগে এর ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়েছে কলকাতায়।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি , ২০১৬
ভি.এস/ এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।