ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আলিয়া ভাটের স্বপ্ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আলিয়া ভাটের স্বপ্ন আলিয়া ভাট

‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ উপস্থিত হবেন আলিয়া ভাট। মেবেলিনের আয়োজনে এই ফ্যাশন উইকে বলিউডের এই অভিনেত্রীকে পাঠাচ্ছেন তারই প্রিয় রূপসজ্জাকর এলটন জে ফার্নান্দেজ।

প্রথমবার এই আসরে যোগ দিচ্ছেন- এ কারণে বেশ উচ্ছ্বসিত আলিয়া।

২২ বছর বয়সী নায়িকা তার টুইটারে লিখেছেন,  “এই প্রথমবার আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন সব ডিজাইনার ও রুপসজ্জাকরদের সঙ্গে মঞ্চের পেছনে থেকে কাজ করতে পারবো। ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ যাওয়ার বিষয়টি অনেকটা স্বপ্নের মতো। এখান থেকে অনেকেই ফ্যাশন ও স্টাইল দুনিয়ার আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন। ’

তিনি আরও জানান, ‘এটি অসাধারণ একটি প্লাটফর্ম। ফ্যাশন উইকের পরের মৌসুমে আমি আবার যাবো। ’
আলিয়া এখন ব্যস্ত তার পরের ছবির দৃশ্যধারণ নিয়ে। নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে তার সহশিল্পী শাহরুখ খান।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।