ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সুলতানের আমিরি প্রশংসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
সুলতানের আমিরি প্রশংসা আমির খান ও সালমান খান

বলিউডের দুই সুপারস্টার আমির খান ও সালমান খান। দু’জনেরই আগামী ছবির বিষয় কুস্তি।

ছবি দুটিতে আমির ও সালমানকে দেখা যাবে কুস্তিগীরের ভূমিকায়। এ কারণে অনেকেই মনে করছেন তাদের মধ্যে হয়তো কিছুটা প্রতিযোগিতার মনোভাব দেখা যাবে। কিন্তু এমন কিছুই হলো না। খোলা মনে সালমানের ‘সুলতান’ সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন আমির। একইসঙ্গে সালমানের প্রশংসাও করলেন তিনি।

৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, “সালমানের ছবিগুলো সবসময়ই ভালো হয়৷ ওর ‘সুলতান’ ছবি নিয়ে আমার অনেক প্রত্যাশা রয়েছে৷ আমি নিশ্চিত ছবিটা বেশ ভালো হবে। অনেকের মতো আমি ছবিটি দেখার অপেক্ষায় রয়েছি। ”

‘সুলতান’-এ হরিয়ানভি কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সল্লু। এতে তার বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা। অন্যদিকে, ‘দঙ্গল’-এ আমির খান কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের ভূমিকায় রয়েছেন। এতে তার সহশিল্পী সাক্ষী তানওয়ার। এ বছরের বড়দিনে আমিরের ‘দঙ্গল’ ও রোজার ঈদে মুক্তি পাবে সালমানের ‘সুলতান’।

নিজের নতুন ছবি নিয়ে মিস্টার পারফেকশনিস্ট আমির বলেছেন, “ছবির জন্য আমাকে সেই ‘গজনী’ লুক-এ ফিরে যেতে হয়েছে। এর জন্য কখনও ওজন বৃদ্ধি আবার কখনও হ্রাস করতে হয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।