ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

হঠাৎ সামনে শমী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
হঠাৎ সামনে শমী! শমী কায়সার

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ হাজির শমী কায়সার। তাকে দেখে উৎসুক মানুষের দৃষ্টি আটকে গেলো।

পর্দায় এখন আর তেমন দেখা মেলে না। তাই জনপ্রিয় এই অভিনেত্রীকে সামনাসামনি দেখে উৎফুল্ল হলেন অনেকে।

স্টার সিনেপ্লেক্সে শমী এসেছিলেন ‘বেলাশেষে’র প্রিমিয়ারে। এখানে ছিলেন ছবিটির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং প্রযোজক অতনু রায় চৌধুরী ও প্রভাত দে। ওপার বাংলার প্রশংসিত ছবিটি ঢাকায় নিয়ে এসেছে এশিয়াটিক ধ্বনি-চিত্র লিমিটেড ও জিরোনা বাংলাদেশ।

‘বেলাশেষে’ ছবির মাধ্যমে ৩০ বছর পর আবার একসঙ্গে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। এ ছাড়াও আছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ।

আমদানী নীতি ২০১২-১৫ এর আদেশের ৪৯ (গ) আওতায় সাফটাভুক্ত দেশ ভারতের ‘বেলাশেষে’ বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। অন্যদিকে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে ওইদিন থেকে চলবে বাংলাদেশের ‘ছুঁয়ে দিলে মন’। এ ছবিতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন মম। শমীকে দেখে তিনিও আপ্লুত হন।

আমন্ত্রিত অতিথি হিসেবে স্টার সিনেপ্লেক্সে ‘বেলাশেষে’ দেখেছেন শমী। তিনি এখন ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকেন। কাজ করার ফুরসতই মেলে না। গত বছর ‘অনুমতি প্রার্থনা’ টেলিছবিতে সর্বশেষ অভিনয় করেন শমী কায়সার। এরপর আবুল হায়াতের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু পরে ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় নিজে থেকে সরে যান।

* শমী কায়সার ও ঈশিকার হঠাৎ আড্ডা
* লেট নাইট কফিতে শমী কায়সার
* মাকে নিয়ে শমী কায়সারের আড্ডা
* ২৬ ফেব্রুয়ারি ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘বেলা শেষে’

বাংলাদেশ সময় : ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।