ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বাল্যবন্ধুর জন্য টিভিতে মাশরাফির ফোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বাল্যবন্ধুর জন্য টিভিতে মাশরাফির ফোন মাশরাফি বিন মর্তুজা

গাইছেন কণ্ঠশিল্পী অলোক কুমার সেন। মাছরাঙা টেলিভিশনে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানে তার পরিবেশনা শুরু হয় রাত ১১টায়।

এই আয়োজনে হঠাৎ ফোন করে সবাইকে চমকে দিলেন মাশরাফি বিন মর্তুজা।  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি২০ অধিনায়কের ফোন পেয়ে আনন্দিত অলোক। তার সঙ্গে মাশরাফি বেশ কিছুক্ষণ কথা বলেছেন, গায়কীর প্রশংসাও করলেন। তারা ছোটবেলার বন্ধু।

মাশরাফি ও অলোক দু’জনেরই শৈশব কেটেছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা নড়াইলে। শৈশব, কৈশোর ও তারুণ্যে বন্ধুদের আড্ডায় অলোক গান গেয়ে শোনাতেন। তার গান বরাবরই উপভোগ করেন মাশরাফি।

মাছরাঙা টিভির বৈঠকী গানের আয়োজনে আধুনিকসহ বিভিন্ন ধাঁচের গান গেয়েছেন অলোক সেন। এটি উপস্থাপনা করেন নির্মাতা কৌশিক শংকর দাশ।

বাংলাদেশ সময় : ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।