ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

দাওয়াতে বিন্দু, বিন্দুর দাওয়াত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
দাওয়াতে বিন্দু, বিন্দুর দাওয়াত আফসান আরা বিন্দু ও আসিফ সালাহউদ্দিন মালিক

অভিনেত্রী আফসান আরা বিন্দু জীবনের নতুন অধ্যায় বেশ উপভোগ করছেন। নিজেকে পরিবারের কাজে নিয়োজিত রেখে তিনি এখন পুরোপুরি সংসারী।

আসিফ অ্যাপারেলস লিমিডেটের স্বত্ত্বাধিকারী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে সুখেই দিন কাটছে তার।

মজার বিষয় হলো, বিয়ের পর থেকে নিয়মিত নিজের ও শ্বশুর বাড়ির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ রক্ষা করতে হচ্ছে বিন্দুকে। শুধু দাওয়াত খেয়ে নয়, দাওয়াত দিয়ে খাইয়েছেনও তিনি।

বিন্দু ও আসিফ মালিক দম্পতি এবারের ভালোবাসা দিবস উদযাপন করেছেন দারুণভাবে। এ নিয়ে তিনটি ভ্যালেন্টাইন একসঙ্গে কাটলো তাদের। দিনটিতে রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা হিসেবে বিনোদন অঙ্গনের শিল্পীদের নেমন্তন্ন করেন বিন্দু। এখানে ছোট পর্দার বেশ কয়েকজন শিল্পী ও নির্মাতা তাদেরকে শুভেচ্ছা জানাতে যান।

এর আগে ২ জানুয়ারি গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক আত্মীয়র গায়ে হলুদে অংশ নেন বিন্দু ও তার স্বামী। এ ছাড়া ২৪ জানুয়ারি ও ৩১ জানুয়ারি দাওয়াত খেয়েছেন তারা। গত বছরের শেষ দিকে কলকাতা ঘুরে বেড়িয়েছেন দু’জনে। আর নভেম্বরে ছিলেন নিউইয়র্কে।

২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হন বিন্দু। এরপর অভিনয় করেন তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এ। তার অভিনীত অন্য ছবিগুলো হলো ‘জাগো’, ‘পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’।

বিয়ের বেশ কয়েক মাস আগে থেকেই শুটিং থেকে দূরে আছেন বিন্দু। ভক্তদের জন্য এ বিষয়ক কোনো সুসংবাদ নেই। কোনো ধরনের নাটক, বিজ্ঞাপনচিত্র কিংবা চলচ্চিত্রে কাজ করতে চান না তিনি।

বাংলাদেশ সময় : ০৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।