ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারের নাম বেচে এসব কী!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
অস্কারের নাম বেচে এসব কী!

যুক্তরাষ্ট্রের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৮৮তম অস্কার অনুষ্ঠান হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এখানে যেসব তারকা অংশ নেবেন তাদের জন্য দুই লাখ টাকার উপহার সামগ্রী সাজিয়েছে একটি বিপণন প্রতিষ্ঠান।

কী আছে এসব উপহারে শুনবেন? সব আজেবাজে জিনিসপত্র!

ভ্যাম্পায়ার স্তন অপসারণ, লেজারে ত্বক টানটান করার পদ্ধতি, ইসরায়েলে দশ দিন ঘুরে বেড়ানোর বিলাসবহুল সুযোগ, ঘোড়া শ্যাম্পু, কুকুরের লেজ পরিস্কারক, সেক্স পুতুল- এমন কিছু উদ্ভট সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে  প্রতিষ্ঠানটি। এ কারণে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এসব উপকরণের কিছুই তারা অনুমোদন দেওয়া হয়নি। সবার এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

শুধু জানিয়েই ক্ষান্ত হয়নি অস্কার কর্তৃপক্ষ, লস অ্যাঞ্জেলসের একটি আদালতে গত ১৬ ফেব্রুয়ারি একটি মামলাও করেছেন তারা। তাদের অভিযোগ, অস্কারের অনুমোদিত দ্রব্যাদি উল্লেখ করে প্রতিষ্ঠানটি যাচ্ছেতাই জিনিসপত্রের প্রচারণা করছে। উপহার ব্যাগের প্রতি কৌতূহল বৃদ্ধির জন্য অ্যাকাডেমির নামে বিতর্কিত জিনিসপত্র রাখায় এই সংস্থা, এর কার্যস্থান, যোগাযোগ ও বিজ্ঞাপনী দিকে নেতিবাচক প্রভাব পড়ছে।

এ পরিস্থিতির জন্য ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ল্যাশ ফ্যারিকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে অ্যাকাডেমি। মামলায় বলা হয়েছে, ‘অস্কারের সম্মানে মনোনীত উপহার ব্যাগ জিতবেন প্রত্যেকে’ স্লোগানের মাধ্যমে এর প্রচারণা করে সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করছেন ফ্যারি। অস্কারের ট্রেডমার্ক প্রতীক ব্যবহারের মাধ্যমে পরোক্ষভাবে অ্যাকাডেমির সম্পৃক্ততার কথা ইচ্ছাকৃতভাবে জানান দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকাশিত বিভিন্ন খবরে উপহার ব্যাগকে অনুমোদিত অথবা অস্কারের পণ্য উল্লেখ করে প্রতারণার আশ্রয় নিয়েছেন ফ্যারি। অস্কারের ট্রেডমার্ক ব্যবহার থেকে ফ্যারিকে বিরত রাখা আর ক্ষতিপূরণ হিসেবে তার লাভের তিন গুণ ও অ্যাকাডেমির আইন-সংক্রান্ত খরচ চাওয়া হয়েছে মামলায়।

কয়েক বছর ধরে অস্কার উপলক্ষে সাজানো উপহার ব্যাগ ক্রমাগত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাকাডেমির জন্য। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র আয়কর কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার কারণে অস্কার অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া ও নানান পরিবেশনায় অংশগ্রহণকারীদের উপহারে ভর্তি ঝুড়ি দেওয়ার রীতি বন্ধ করা হয়। তারকাদের মধ্যে যারা উপহার ও বিনামূল্যে অবকাশযাপনের সুযোগ নিতেন তাদেরকে নিজ নিজ আয়ের অঙ্ক ঘোষণা করে আয়কর পরিশোধের জন্য বাধ্য করা হয়।

বাংলাদেশ সময় : ০৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।