ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘দাগ’-এর জন্য চোট পেলেন মিম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
‘দাগ’-এর জন্য চোট পেলেন মিম! বিদ্যা সিনহা সাহা মিম/ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমি একটু অসুস্থ। আমার হাত ও পায়ে ব্যথা পেয়েছি।

চামড়া ছিলে গেছে। আমার কারণে শুটিং বন্ধ রয়েছে। ’ শুক্রবার দুপুরে (১৯ ফেব্রুয়ারি) বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।

মিম জানান, নতুন ছবি ‘দাগ’-এর দৃশ্যধারণে অংশ নেওয়ার জন্য ১৪ ফেব্রুয়ারি থেকে সিলেটে রয়েছেন মিম। ছবিটিতে তার সহশিল্পী বাপ্পি। শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন মিম। বেশ চোট পেয়েছেন তিনি। একটি দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে আঘাত পান হাত ও পায়ে। এরপর দৃশ্যধারণ বন্ধ হয়ে যায়।

লাক্স সুন্দরী মিম জানান, আঘাত গুরুতর না হলেও তার খারাপ লাগছে। কারণ তার কারণে ছবিটির কাজ সকাল থেকে বন্ধ হয়ে রয়েছে। মিম জানান, এখন বিশ্রাম নিচ্ছেন তিনি। খুব অসুবিধা না হলে আজই আবার দাঁড়াবেন ক্যামেরার সামনে।

মোহাম্মদ রফিকউজ্জামানের চিত্রনাট্যে ‘দাগ’ পরিচালনা করছেন তারেক সিকদার। এখানে মিম অভিনয় করছেন চিত্রশিল্পীর ভূমিকায়। বাপ্পির সঙ্গে এটি তার দ্বিতীয় ছবি। গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত এই জুটির ‘সুইটহার্ট’ ছবিটি বেশ প্রশংসা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।