ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কথিত প্রেমিকার জন্য এতো কিছু?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
কথিত প্রেমিকার জন্য এতো কিছু? সালমান খান ও লুলিয়া ভ্যান্টর

কি হলো সালমানের? সত্যি কি তিনি প্রেম করছেন রোমানিয়ান মডেল লুলিয়া ভ্যান্টরের সঙ্গে? তা না হলে এতোকিছু কেনো? দু’দিন আগে কথিত প্রেমিকা লুলিয়ার রোমানিয়ান টেলিভিশন শো ‘দ্য ফার্ম’-এর প্রচারণা করেছেন সালমান খান। এবার তাকে হিন্দি শেখাতে শিক্ষক নিযুক্ত করেছেন বলিউডের এই সুপারস্টার।

তবে অনেকে ধারণা করছেন বলিউডে ক্যারিয়ার গড়ার জন্যই তাকে হিন্দি শিখানো হচ্ছে।

লুলিয়ার হিন্দি শেখা সম্পর্কে সালমানের একজন বন্ধু বলেন, ‘সালমান তার (লুলিয়া) জন্য একজন হিন্দি শিক্ষক নিযুক্ত করেছেন। এটি তার ক্যারিয়ার গড়ার প্রস্তুতি কিনা তা আমরা জানি না। ধারণা করছি এটাই হবে। তবে এটি তাকে ৫০ বছর বয়সী এই অভিনেতার পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সাহায্য করবে। ’

তিনি আরো বলেন, ‘লুলিয়া তার ভাষার কারণে আড়ালেই পড়ে থাকেন। হিন্দি শিক্ষক তাকে সালমানের বন্ধুদের সঙ্গে আরো ভালোভাবে যোগাযোগ করাতে সক্ষম হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।