ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

১২ ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
১২ ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ (ভিডিও)

বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করতে রক্তগঙ্গা পাড়ি দিতে হয়েছে। ১৯৫২ সালে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে প্রিয় ভাষায় কথা বলার অধিকার।

এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ২১শে ফেব্রুয়ারি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-গানটি হয়ে উঠেছে এই ইতিহাসের স্মারক।

আবদুল গাফফার চৌধুরীর লেখা ও আলতাফ মাহমুদের সুরে এই গান যুগ যুগ ধরে বুকে ধারণ করছে প্রজন্ম। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টি ভাষায় গাওয়া হয়েছে গানটি। এর ভিডিও এখন ইউটিউবে। এতে অংশ নিয়েছেন সংশ্লিষ্ট দেশের ২১জন শিল্পী।

বাংলা, ইংরেজি, চীনা, স্পেনিশ, ফরাসি, রাশিয়ান, আরবি, জার্মানি, হিন্দি, মালয়, নেপালি ও ইতালিয়ান ভাষায় গানটিতে কণ্ঠ দেওয়া হয়েছে। গানটিতে বাংলায় গেয়েছেন জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, জিয়া, মিলি, ফরহাদ, মহান, নিলয় ও রিয়াদ।

সংগীতশিল্পী জয় শাহরিয়ার জানান, গানটির পরিকল্পনা ও সমন্বয় করেছেন নিলয়। এটি প্রকাশ করেছে তার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস। বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছেন নিলয়। গানটিতে অংশ নিয়েছেন সেইসব দেশের পেশাদার ও অপেশাদার শিল্পীরা। জানা যায়, বিনা পারিশ্রমিকে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েই তারা গানটি গেয়েছেন।  
   
* ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’:


বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।