ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বসুন্ধরায় জস স্টোনের মুখে ‘চা’!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বসুন্ধরায় জস স্টোনের মুখে ‘চা’! চায়ের কাপ হাতে জস স্টোন/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দশটা গান গেয়ে ফেলেছেন, এরপর জস স্টোনের হাতে এলো চায়ের কাপ।  ব্রিটিশ এই গায়িকা চুমুক দিয়ে সামনে জটলা বেঁধে দাঁড়িয়ে থাকা দর্শকদের কাছে জানতে চাইলেন এটাকে বাংলায় কী বলে? দর্শকরা জানিয়ে দিলেন চা।

এরপর জসও বললেন, ‘চা-এ? ওকে, চা-এ!’

গ্র্যামীজয়ী গায়িকা জস স্টোনের মুখে বাংলা শব্দ শুনে উল্লসিত হয়ে ওঠেন দর্শক-শ্রোতারা। পড়লো তুমুল করতালি, সঙ্গে হর্ষধ্বনি।  স্বর্ণকেশী নীলনয়না এই শিল্পীর গায়কীতে মন্ত্রমুগ্ধ ছিলো সবাই।

এরপর থেকে শেষ গানের আগ পর্যন্ত ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দিয়ে সতেজ থেকেছেন জস। এক চুমুক দিয়ে মঞ্চে কাপ রেখে গাইছেন। আবার গান শেষ হলে কাপ হাতে নিয়েছেন।  

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে শনিবার (২০ ফেব্রুয়ারি) লাইভস্কয়ার আয়োজিত ‘পপরিপাবলিক’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করেন জস স্টোন। প্রায় দেড় ঘণ্টা গান গেয়ে শোনালেন তিনি। তার এই পরিবেশনা মনে থাকবে অনেকদিন।  


* নীলনয়নার এক পায়ে নূপুর, নাকে নথ
* জস স্টোনের মোবাইল ফোনে ঢাকার গানপাগলরা!
* ছুঁয়ে দিলেন মন জস স্টোন

বাংলাদেশ সময় : ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।