ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সালমানকে সুপ্রিম কোর্টের নোটিশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
সালমানকে সুপ্রিম কোর্টের নোটিশ সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানের জন্য অস্বস্তির খবর। গাড়ি চাপা দিয়ে পথচারি হত্যা মামলায় বোম্বে হাইকোর্ট তাকে বেকসুর খালাস করে দিলেও পুরোপুরি পার পেয়ে যাননি তিনি।

এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মহারাষ্ট্র সরকারের আপিলের শুনানিতে তাকে নোটিশ পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

নোটিশে বেকসুর খালাস করে দেওয়ার রায় কেনো ফিরিয়ে নেওয়া হবে না, তা সালমানের কাছে জানতে চেয়েছেন শীর্ষ আদালত। এই মামলা পুনরায় খুঁটিয়ে দেখা দরকার বলেও জানিয়েছে বিচারকদের ডিভিশন বেঞ্চ।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বরে রাতে এলোপাতাড়ি গাড়ি চালানোর কারণে সালমানের গাড়ির আঘাতে বান্দ্রার ফুটপাতে এক ঘুমন্ত পথচারির মৃত্যু হয়, গুরুতর আহত হন আরও চারজন। নিহত পথচারির পরিবার শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছিলো, এর পরিপ্রেক্ষিতে সালমানকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

তবে এদিনের শুনানিতেও তার আইনজীবী কপিল সিবাল আদালতকে বোঝানোর চেষ্টা করেন, ঘটনার দিন সালমান গাড়ি চালাচ্ছিলেন, এমন কোনো প্রমাণ নেই। তবে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি তাকে জানান, প্রত্যক্ষদর্শীদের অনেকে সালমানকেই গাড়ি চালাতে দেখেছেন।

গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় হিট অ্যান্ড রান মামলা থেকে সালমানকে গত বছরের ডিসেম্বরে বেকসুর খালাস করে দেয় বোম্বে হাইকোর্ট। এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মহারাষ্ট্র সরকার। সেই আপিল মামলার শুনানিতে গত ১৯ ফেব্রুয়ারি বিচারপতি জগজিৎ সিং খেহার ও বিচারপতি সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চ বলেন, কেনো বোম্বে হাইকোর্টের রায়কে ফিরিয়ে নেওয়া হবে না, ছয় সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে হবে ৫০ বছর বয়সী এই তারকাকে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।