ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কুষ্টিয়ায় একুশের প্রথম প্রহরে পরমব্রত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
কুষ্টিয়ায় একুশের প্রথম প্রহরে পরমব্রত

ভারতের বাংলা ও হিন্দি ছবির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় কুষ্টিয়া জেলার শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন ভাষা শহীদদের। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।



সঙ্গে দিয়েছেন শহীদ মিনারে তোলা ছবি। স্ট্যাটাসে পরমব্রত লিখেছেন, ‘আমি বাংলায় গান গাই..। এই প্রথম বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনে অংশগ্রহণ করলাম! নিজেকে সৌভাগ্যবান মনে করছি, তার সঙ্গে গর্বিতও। ’

কুষ্টিয়ায় ‘ভুবন মাঝি’ ছবির কাজ করছেন পরমব্রত। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন তিনি। সরকারি অনুদান এটি পরিচালনা করছেন ফাখরুল আরেফিন। এতে পরমব্রত সহশিল্পী অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।

* বাংলাদেশের ইলিশ-খিচুড়ি ভীষণ পছন্দের
* পরম জানাশোনায় মুগ্ধ অপর্ণা!
* পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাবেন অপর্ণা!
* ‘জেদ’ এখন ‘ভয়ংকর সুন্দর’
* রবীন্দ্রনাথ চরিত্রে পরমব্রত, কাদম্বরীর ভূমিকায় কঙ্কনা

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।