ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শহীদ দিবসে বিভিন্ন ভাষাভাষীদের পরিবেশনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
শহীদ দিবসে বিভিন্ন ভাষাভাষীদের পরিবেশনা হুমায়রা ও ভিনসেন্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে রোববার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমেঞ্চ সন্ধ্যা ৬টায় বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি।



উদ্বোধনী আলোচনা পরবর্তী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইতালির রাষ্ট্রদূত মারিও পলমা, নেপালের থার্ড সেক্রেটারি  নির্মল প্রাসাদ ভাটারি ও চার্জড অ্যাফেয়ার্স সুশীল কুমার লামসাল, ভুটানের মিজ কারমা, ইরানের ডেপুটি কাউন্সেলর আসগর খসুরু আবাদী, স্পেনের আমপারো পোর্তা, চীনের জিং লুফেই, ওয়াং কিংজেলিং।

সংগীত পরিবেশন করেন রাশিয়ার জুলিনা জাভোরনকোভা, বাংলাদেশের মারমা শিল্পী সোয়ে সোয়ে ইউ মারমা, চৈতী চাকমা, ফ্রান্সের ভিনসেন্ট মেয়ার ও হুমাইরা, বাংলাদেশের শিল্পী আবিদা সুলতানা  এবং ঢাকা সাংস্কৃতিক দলের শিল্পীরা।

নন্দন মঞ্চে শুরুতে সমবেত সংগীত পরিবেশন করে ভাওয়াইয়া সংগীত দল, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিশু প্রশিক্ষণার্থী দল। সমবেত সংগীতে অংশ নেওয়া অন্য দলগুলো হলো বহ্নিশিখা, পিপলস্ লিটল থিয়েটার, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ঢাকা সাংস্কৃতিক দল। একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় সমবেত নৃত্য পরিচালনা করেন দীপা খন্দকার, ওয়ার্দা রিহাব ও আইরিন পারভীন।

একক কণ্ঠে গেয়েছেন বাপ্পা মজুমদার, রফিকুল আলম, ইয়াসমিন আলী, রথীন্দ্রনাথ রায়, চন্দনা মজুমদার, রুখসানা আক্তার রুপসা, সুচিত্রা রাণী সুত্র ধর ও অনিমা মুক্তি গোমেজ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের গান গেয়েছেন শোয়ে শোয়ে মারমা ও চৈতি চাকমা। সিলেটি ভাষার গান শোনান আকরামুল ইসলাম। ছিলো চট্টগ্রাম, নোয়াখালী ও যশোর জেলার আঞ্চলিক ভাষার গান ও বিদেশি দূতাবাসের পরিবেশনা।

বাংলাদেশ সময় : ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।