ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

একফ্রেমে ‘বেওয়াচ’ স্কোয়াডের সঙ্গে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
একফ্রেমে ‘বেওয়াচ’ স্কোয়াডের সঙ্গে প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডে অভিষেক হচ্ছে ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে। এতে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর সহশিল্পীদের মধ্যে থাকছেন হলিউডের অ্যাকশন তারকা ডোয়াইন জনসন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে ৪৩ বছর বয়সী এই অভিনেতা একটি ছবি শেয়ার করেছেন। এতে পুরো ‘বেওয়াচ’ স্কোয়াডকে দেখা যাচ্ছে।

কানাডার মন্ট্রিলে নিজের বাড়িতে ছবিটি ও সিরিজটির কলাকুশলী আর পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে এই নৈশভোজের আয়োজন করেন প্রিয়াঙ্কা। ছিলেন তার মা মধু চোপড়াও।

ছবিটিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে ‘বেওয়াচ’ স্কোয়াডের অন্য সদস্য দ্য রক, আলেক্সান্ড্রা ড্যাডারিও, জ্যাক এফ্রন, কেলি রোরবাখ, ইলফেনেশ হ্যাডিরা ও জন বেজ বসে খাচ্ছেন। প্রিয়াঙ্কা বসেছেন দ্য রকের পাশে। দু’জনই হাসিখুশি।

জানা গেছে, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হচ্ছে। গত কয়েক মাস সব অভিনয়শিল্পী প্রস্তুতি নিতে কঠোর পরিশ্রম করেছেন। এতে বিপজ্জনক ভিলেন ভিক্টোরিয়া ডিডস চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। শুরুতে চরিত্রটি পুরুষ হিসেবে লেখা হলেও তার কথা ভেবে চিত্রনাট্য পাল্টানো হয়েছে।

প্রিয়াঙ্কা এখন মার্কিন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের কাজ নিয়ে ব্যস্ত। আগামী ২৯ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময়) বিজয়ীর মধ্যে পুরস্কার তুলে দিতে ৮৮তম অস্কার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরদিন থেকে ‘বেওয়াচ’ স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এপ্রিল পর্যন্ত ‘বেওয়াচ’ ও ‘কোয়ান্টিকো’ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি।

বলিউডেও একাধিক ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এ তালিকায় আছে আব্বাস-মাস্তানের ‘এইতরাজ’ (২০০৪) ও বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ (২০১১)।

* হলিউডের বিপজ্জনক ভিলেন প্রিয়াঙ্কা!
* হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে প্রিয়াঙ্কা
* অ্যাভেঞ্জারস গেমে মিস মার্ভেল প্রিয়াঙ্কা
* অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।