ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

দর্শক টানতে পারছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
দর্শক টানতে পারছেন নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া

‘আশিকি’র মাধ্যমে আলোচিত শুরুর পর এবার আলোর মুখ দেখলো নুসরাত ফারিয়ার দ্বিতীয় ছবি ‘হিরো ৪২০’। গত ১৯ ফেব্রুয়ারি মুক্তির পর প্রথম দুই দিনেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহমুখী হয়েছেন প্রচুর দর্শক।

ঢাকাসহ সারাদেশের ৮৬টি প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে ছিলো দর্শক সমাগম।

সৈকত নাসির ও সুজিত মন্ডল পরিচালিত ‘হিরো ৪২০’-এ নুসরাত ফারিয়ার সহশিল্পী ওম ও রিয়া সেন। অ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ।

‘হিরো ৪২০’-এর ব্যবসা নিয়ে জাজ মাল্টিমিডিয়া সন্তুষ্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘এ বছরের ভালো ব্যবসা করা ছবি হিসেবে সাফল্যের শুভসূচনা করলো ছবিটি। বছরের শুরুতেই চলচ্চিত্রে যে মন্ধাভাব বিরাজ করছিলো সেটা কাটিয়ে উঠতে সহায়ক হয়েছে এই ছবি। সেল রিপোর্ট বেশ ভালো। ’

বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।