ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আনন্দের নাম আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আনন্দের নাম আলিয়া মহেশ ভাট ও আলিয়া ভাট

বলিউডে অভিনেত্রী আলিয়া ভাটের পথচলা নিয়ে গর্বিত ও খুশি তার বাবা মহেশ ভাট। মেয়েকে সাধারণ মানুষের সুপারস্টারই মনে করেন তিনি।

তার কাছে আনন্দের আরেক নাম আলিয়া! 

আলিয়ার আগামী ছবি ‘কাপুর অ্যন্ড সানস’-এর ট্রেলার উন্মুক্ত হতেই তৈরি হয়েছে আলোচনা। এতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত ছবিটির ‘কার গ্যায়ি ছুল’ শিরোনামের একটি গান ইউটিউবে এরই মধ্যে দেখা হয়েছে‌ ৪৮ লাখ ২৫ হাজার বারের বেশি। এই অভাবনীয় সাড়া পাওয়ায় ভক্তদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ধন্যবাদ দিয়েছেন আলিয়া, সিদ্ধার্থ ও ফাওয়াদ।  

ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট এমন একজন তাদের মতোই খুশি! তিনি হলেন আলিয়ার বাবা পরিচালক-প্রযোজক মহেশ ভাট। টুইটারে নিজের আনন্দ ভাগাভাগি করেছেন ৬৭ বছর বয়সী এই নির্মাতা। তার কথায়, ‘শিশুদের বিস্ময়কর ব্যাপার হলো আমরা জানি না তারা কীভাবে বদলে যাবে এবং তারা কী হয়ে উঠবে। তোমাকে (আলিয়া ভাট) নিয়ে আমি খুশি!’ 

উত্তরে ২২ বছর বয়সী এই অভিনেত্রী আলিয়া বলেছেন, ‘তোমার মতো অর্ধেক হতে পারবো আশা করি। তোমাকে অনেক ভালোবাসি!’ বাবার কাছে বরাবরই বন্ধুর মতো আলিয়া। টুইটারে এই আড্ডাই বলে দিচ্ছে তাদের বন্ধন কতোটা দৃঢ়।  

এদিকে গোয়ায় শাহরুখ খানের সঙ্গে নাম চূড়ান্ত না হওয়া একটি ছবির কাজ শুরু করবেন আলিয়া। এটি পরিচালনা করবেন গৌরি শিন্ডে।  

* ‘কার গ্যায়ি ছুল’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।