ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শুরু হলো ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
শুরু হলো ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দেশের প্রয়াত নয়জন বরেণ্য নাট্যকার স্মরণে শুরু হলো ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’। সেমিনার ও নাটকের অংশবিশেষ মঞ্চায়নের পাঁচ দিনব্যাপী এই আয়োজন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।



সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠান উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রয়াত নাট্যকার মুনীর চৌধুরী স্মরণে ‘মুনীর চৌধুরীর নাটকে চিরন্তন বোধ’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মাহফুজা হিলালী। আলোচনা করেন ড. মোহাম্মদ জয়নুদ্দীন ও ড. বিপ্লব বালা। সেমিনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটেক্সের পরিবেশনায় মঞ্চস্থ হয় মুনির চৌধুরীর নাটক ‘কবর’।

* বরেণ্য ৯ নাট্যকার স্মরণে ‘স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ’

বাংলাদেশ সময় : ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।