ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অনিমেষের বুবুন সাজু, সঙ্গে তৌকীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
অনিমেষের বুবুন সাজু, সঙ্গে তৌকীর (বাঁ থেকে) তৌকীর আহমেদ, অনিমেষ আইচ ও সাজু খাদেম

বিয়ের বয়স হয়ে গেলেও শিশুসুলভ আচরণ করে বুবুন। মায়ের এই আদরের ছেলেকে দেখা গেছে গত বছরের ঈদে প্রচারিত ‘বুবুনের বাসর রাত’ নাটকে।

এটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে।

তাই বুবুনকে নিয়ে এবার ধারাবাহিক নাটক পরিচালনা করছেন অনিমেষ আইচ। নাম ‘বুবুনের সাত সতেরো’। এবারও বুবুন চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম। সঙ্গে যোগ দিয়েছেন তৌকীর আহমেদ।

আগের নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে ফিরছেন ফারহানা মিঠু, আবদুল্লাহ রানা, ফারুক আহমেদ। নতুন যুক্ত হয়েছেন ড. ইনামুল হক, রুনা খান, মিশু সাব্বির, অ্যালেন শুভ্র, সোনিয়া হোসেন, সাবিলা নূর প্রমুখ।

রঙধনু বাড়িতে এখন এর দৃশ্যধারণ হচ্ছে। চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ধারাবাহিকটি প্রচার হবে এটিএন বাংলায়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেএইচ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।