ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ডিক্যাপ্রিও অস্কার জিতবেন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ডিক্যাপ্রিও অস্কার জিতবেন! লিওনার্ডো ডিক্যাপ্রিও

হলিউড হার্টথ্রব লিওনার্ডো ডিক্যাপ্রিও অবশ্যই এবার সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতবেন এবং এটাই উচিত হবে। এই মন্তব্য করেছেন আগেরবার অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জয়ী এডি রেডমেইন।



৮৮তম অস্কারে সেরা অভিনেতা বিভাগে ডিক্যাপ্রিওর পাশাপাশি মনোনয়ন পেয়েছেন রেডমেইনও। ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবিতে পুরুষ থেকে নারীতে রূপান্তর হওয়া লিলি এলবির ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।

তবে ‘দ্য রেভেন্যান্ট’-এ কিংবদন্তি অভিযাত্রী হিউ গ্ল্যাস চরিত্রে ডিক্যাপ্রিও জীবনের সেরা অভিনয় দেখিয়েছেন। ৪১ বছর বয়সী এই মার্কিন তারকার এখনও অস্কার জয় করা হয়নি। তবে এবার তাকেই ভাবা হচ্ছে সবচেয়ে ফেভারিট।

এমনকি প্রতিদ্বন্দ্বী রেডমেইনও মনে করছেন, ট্রফিটি ডিক্যাপ্রিওরই হবে। তিনি বলেছেন, ‘লিওনার্ডোই অস্কার জিততে যাচ্ছেন এবং তিনিই জিতবেন। সত্যি বললে তার অস্কারজয়ের আসরে আমন্ত্রণ পেয়ে আমি উচ্ছ্বসিত। ’

এবার সেরা অভিনেতা বিভাগে মনোনীত অন্যরা হলেন ব্রায়ান ক্র্যানস্টন (ট্রাম্বো), ম্যাট ডেমন (দ্য মার্শিয়ান) ও মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস)। আগামী ২৯ ফেব্রুয়ারি (আমেরিকান সময় ২৮ ফেব্রুয়ারি) হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসবে অস্কারের জমকালো আসর।

গত বছর ‘দ্য থিওরি অব এভরিথিং’ ছবিতে বিজ্ঞানী স্টিফেন হকিং চরিত্রে মনমাতানো অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতা হন এডি রেডমেইন। এবারও যে তার সম্ভাবনা একেবারে নেই তা বলা যাবে না!

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।