ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারে সময় বাঁচানোর জন্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
অস্কারে সময় বাঁচানোর জন্য

এবারের অস্কারে মনোনীত পাঁচটি গানের মধ্যে অনুষ্ঠানে পরিবেশন করা হবে না ‘রেসিং এক্সটিংশন’ প্রামাণ্যচিত্রের ‘মান্টা রে’ ও পাওলো সরেন্তিনোর ‘ইয়ুথ’ ছবির ‘সিম্পল সিং#থ্রি’। সময় বাঁচানোর জন্য আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

খবর ভ্যারাইটির।

৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত অন্য তিনটি গান পরিবেশন করবেন লেডি গাগা (দ্য হান্টিং গ্রাউন্ড), স্যাম স্মিথ (স্পেক্টর) ও দ্য উইকেন্ড (ফিফটি শেডস অব গ্রে)। এ ছাড়া থাকছে ফু ফাইটার্স ব্যান্ডের গায়ক ডেভ গ্রোলের বিশেষ পরিবেশনায়।

অন্য দুটি গানের মধ্যে ‘মান্টা রে’র সংগীত পরিচালনা করেছেন দু’বার অস্কার মনোনীত সুরকার জে র‌্যালফ। আর ‘সিম্পল সিং#থ্রি’ তৈরি করেছেন পুলিৎজার পুরস্কারজয়ী সুরকার ডেভিড ল্যাং। এটি গেয়েছেন গ্র্যামীজয়ী দক্ষিণ কোরীয় সোপরানো সুমি জো।

অস্কারে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে খুব কমই এমন ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০১২ সালের প্রামাণ্যচিত্র ‘চেজিং আইস’-এ জে র‌্যালফের ‘বিফোর মাই টাইম’। ২০১০ ও ২০১২ সালের অস্কার অনুষ্ঠানে মনোনীত সব শিল্পীকে পরিবেশনার বাইরে রাখা হয়।

* অস্কার মনোনীত পাঁচ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।