ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ধ্রুবর জন্য বুলবুলের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ধ্রুবর জন্য বুলবুলের গান আহমেদ ইমতিয়াজ বুলবুল ও ধ্রুব গুহ

‘তোমার হৃদয় যতোটুকু/ দিও ততটুকু/ এই টুকুতেই হবে এমন পাওয়া/ যেমন আদম খুঁজে পেয়েছিলো হাওয়া’- এমন কথায় নতুন গান বেঁধেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এটি গাইবেন এ প্রজন্মের গায়ক ধ্রুব গুহ।

 

‘আমার খুব পছন্দের মানুষদের মধ্যে ধ্রুব একজন। তার নম্রতা, ভদ্রতা ও বিনয় আমাকে বারবার বিমোহিত করে। আমি ধ্রুবর  জন্য একটি গান রচনা ও সুর করেছি। এক সপ্তাহের মধ্যে রেকর্ডিংয়ের কাজ শুরু হয়ে যাবে। ’ গান লেখার পর ফেসবুক স্ট্যাটাসে এভাবেই শিল্পী সম্পর্কে বর্ণনা দিয়েছেন বুলবুল।

ধ্রুব গুহর গাওয়া ‘শুধু তোমার জন্য’ ও ‘যে পাখি ঘর বোঝে না’ দুটি গান সম্প্রতি আলোচনায় এসেছে। প্রশংসিত হয়েছে গানের ভিডিওচিত্রগুলো। শিল্পী জানান, তার দ্বিতীয় একক অ্যালবামে থাকবে বুলবুলের এই গানটি।

ধ্রুব গুহ বলেন, ‘বুলবুল ভাইয়ের মতো গুণী মানুষের গান আমি গাইবো এটাকে তার দোয়া হিসেবে নিচ্ছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। ’

বাংলাদেশ সময় : ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জেএইচ/এসও



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।