ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

স্টান্ট ছাড়াই নিরব!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
স্টান্ট ছাড়াই নিরব! ‘গেম রিটার্নস’ ছবিতে নিরব

নতুন ছবির জন্য পুরোপুরি ঝুঁকি নিয়েছেন চিত্রনায়ক নিরব। ১৭ তলা ভবনের ছাদের শেষ প্রান্তে শুয়ে বন্দুক তাক করে আছেন- ফেসবুকে এমন ছবি পোস্ট করে এমনটাই বোঝালেন তিনি।

নিরব বাংলানিউজকে বলেন, ‘স্টান্ট ছাড়াই ঝুঁকিপূর্ণ দৃশ্যের কাজ করছি। এবারের ছবিতে ভক্তদেরকে প্রকৃত অ্যাকশনের স্বাদ দেওয়ার জন্য এটা করা। ’

ছবিটির নাম ‘গেম রিটার্নস’। ফেব্রুয়ারির শুরু থেকে টানা শুটিং চলছে এর। ছবিটি নিয়ে নিরবের বেশকিছু চ্যালেঞ্জ আছে। রোমহর্ষক ও অ্যাকশন দৃশ্যগুলো ঠিকভাবে ফুটিয়ে তুলতে আপস করছেন না তিনি। ছবিটিতে তার বিপরীতে আছেন তমা মির্জা ও নবাগতা লাবণ্য। আছেন মিশা সওদাগর, ডনসহ আরও অনেকে।

পরিচালক রয়েল খান জানান, ছবিটিতে নিরবের উপস্থিতি থাকবে চমকে ভরা। থাকছে গ্যাংস্টারের লাইফস্টাইল। ছবিটির জন্য নিজেকে বদলেছেন তিনি। নিয়মিত জিম আর শরীরচর্চায় নতুন লুকে হাজির হচ্ছেন। সব মিলিয়ে এবার পর্দায় পাওয়া যাবে দুর্ধর্ষ নিরবকে!

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।