ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

নানার জন্মদিনে নাতির মুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
নানার জন্মদিনে নাতির মুখ (বাঁ থেকে) কিম কারদাশিয়ান, কানইয়ে ওয়েস্ট ও সেইন্ট ওয়েস্ট

কন্যাসন্তানের পর ২০১৫ সালের ৫ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন মার্কিন রিয়েলেটি শো তারকা কিম কারদাশিয়ান। তিনি ও তার স্বামী কানইয়ে ওয়েস্ট নবজাতকের ছবি প্রকাশ্যে আনেননি।

তবে তাকে দেখার জন্য উদগ্রীব ছিলো ভক্তকূল ও অনুসারীরা।

অবশেষে পুত্র সেইন্টের মুখ দেখালেন কিম-কানইয়ে দম্পতি। সোমবার (২২ ফেব্রুয়ারি) টুইটারে ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনেন কিম। এদিন ছিলো তার বাবা রবার্ট কারদাশিয়ানের জন্মদিন। ছবিটিতে দেখা যাচ্ছে, আর দশজন শিশুর মতোই হাত শক্ত করে ঘুমিয়ে আছে সেইন্ট।

৩৫ বছর বয়সী কিম ছেলের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমার বাবার জন্মদিন। জানি আজ তিনি বেঁচে থাকলে তার নাতির সঙ্গেই দেখা করতে চাইতেন। তাই আমি আপনাদের সবার সঙ্গে সেইন্টের ছবি শেয়ার করেছি। ’  

কিছুদিন আগে কিম-কানইয়ে পুত্রের প্রথম ছবি ২৫ লাখ ডলারে কিনতে চেয়েছিলো একটি মিডিয়া হাউস। কিন্তু তারা তাতে সম্মতি জানাননি। দু’জনে নিজেদের ছেলেকে বিশ্ববাসীর সঙ্গে কীভাবে পরিচয় করিয়ে দেবেন তা নিয়ে জল্পনা চলছিলো। অবশেষে কিম চমকে দিলেন সবাইকে!

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।