ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ডুবসাতারে নদীর হারানোর ভয়! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ডুবসাতারে নদীর হারানোর ভয়! (ভিডিও) নদী

এবারের ভালোবাসা দিবসে নতুন গানের ভিডিও নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী নদী। পহেলা ফাল্গুনে এটি উন্মুক্ত হয় ঈগল মিউজিকের ইফটিউব চ্যানেলে।

এর শিরোনাম ‘ডুবসাঁতার’। এর নির্দেশনা দিয়েছেন তানিম রহমান অংশু। প্রযোজনায় মোশন রক এন্টারটেইনমেন্ট।

‘ও জোছনা ও জোনাকি ছুঁয়ে থাকো আবেশে/ সে জানে না দিন কাটে না তাকে ভালো না বেসে/তারা যে জ্বলেছে দূরে দূরে স্বপ্ন নিয়ে আকাশে/রাত্রি তো জেগেছি গল্প নিয়ে যাবো তারই দেশে’ কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীত পরিচালনায় প্রীতম হাসান।

এদিকে ‘হারানোর ভয়’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিলেন নদী। এটি তিনি গেয়েছেন কাজী শুভর সঙ্গে। এর কথা লিখেছেন আশিক বন্ধু, সুর ও সংগীত পরিচালনায় সুমন কল্যাণ। গানটি প্রকাশ হবে সিডি জোনের ব্যানারে নতুন একটি মিশ্র অ্যালবামে।

* ‘ডুবসাঁতার’ গানের ভিডিও :   


বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।