ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ক্রিকেটপ্রেমী সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ক্রিকেটপ্রেমী সানি লিওন সানি লিওন

খেলতে ও খেলা দেখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এর মধ্যে ক্রিকেটের ব্যাপারেই তিনি বেশি উৎসাহী।

সেজন্য বক্স ক্রিকেট লীগে চেন্নাই সোয়েগার্স দলটি কিনেছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। অবশ্য একা নন, তার সঙ্গে আছেন ভারতের টিভি তারকা হৃতিক ধানজানি, মৌনি রয় ও সংগ্রাম সিং।

ক্রীড়‍াপ্রেমী সানি বলেন, ‘খেলা ভালো লাগে আমার। ফুটবলই বেশি প্রিয়। এটাই বেশি পছন্দ। কিন্তু ক্রিকেটের প্রতি আমার উৎসাহ ব্যাপক। এই খেলাটা বরাবরই উপভোগ করি। ’

স‍ানি লিওন আরও বলেন, ‘ছোটবেলা থেকে খেলাধুলা করি। ফুটবল খেলতাম এবং টেবিল টেনিস দলের সদস্য ছিলাম। বেড়ে ওঠার পর ভলিবল, বাস্কেটবল ও অন্য অনেক খেলায় অংশ নিয়েছি। ’

চেন্নাই সোয়েগার্স দলের মালিক হওয়া প্রসঙ্গে সানি লিওনের কথা, ‘খেলাধুলার আশেপাশে থাকতে ভালো লাগে। দলকে উৎসাহ দেওয়াটা সবসময় উপভোগ করি। দলকে উজ্জীবীত করে জয়ের তৃষ্ণা বাড়িয়ে দিতে পারলে আনন্দ হয় আমার। ’  

সানি এখন ব্যস্ত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এবং ‘বেঈমান লাভ’ ছবি দুটি নিয়ে। এগুলো মুক্তি পাবে এ বছর। সর্বশেষ ‘মাস্তিজাদে’ ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।