ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

উড়োজাহাজে ঘরে ফিরবেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
উড়োজাহাজে ঘরে ফিরবেন সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত

কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

সড়ক পথে নয়, সেখান থেকে উড়োজাহাজে চড়ে মুম্বাই ফিরবেন তিনি। আইনি ও অন্যান্য সমস্যা এড়াতে তাকে চার্টার্ড ফ্লাইটে ফেরার পরামর্শ দিয়েছে পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসে ইয়েরেওয়াড়া কারাগারের একজন কর্মকর্তা জানান, সঞ্জয়ের আগাম মুক্তি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তাই সড়ক পথে এলে নানান সমস্যা এসে হাজির হতে পারে তার সামনে। তাই নিরাপত্তার কথা ভেবে পুলিশের পক্ষ থেকে আকাশপথে ঘরে নিয়ে আসা হচ্ছে তাকে।

পুনে থেকে সড়কপথে মুম্বাই আসতে তিন ঘণ্টার মতো লাগে। গত সপ্তাহে এই পথে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে। কারাগার থেকে পর্দার ‘মুন্নাভাই’ বের হলে বিভিন্ন সংবাদমাধ্যমের ১০০টি গাড়ি তার পিছু নেবে বলে ধারণা করছে পুলিশ। এতে সেখানে ভয়াবহ যানজট দেখা দিতে পারে। এ কারণে উড়োজাহাজ বেছে নিতে বলা হয়েছে তাকে।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পাঁচ বছরের সাজা ভোগ করেছেন সঞ্জয় দত্ত। ১৯৯৬ সালে কারাদন্ড দেওয়া হয় তাকে। মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে দেড় বছর জেল খেটে জামিনে মুক্তি পান তিনি। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে তাকে পাঁচ বছরের সাজা পূর্ণ করার আদেশ দেন। এরপর থেকে ৪২ মাসের সাজা ভোগ করেন তিনি।

এদিকে মুম্বাইয়ের পালি হিলে সঞ্জয় দত্তের বাড়িতে ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের ধারণা, ৫৬ বছর বয়সী এই তারকাকে অভিনন্দন জানাতে ভিড় জমাবে অসংখ্য ভক্ত। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তাই আগেভাগে প্রস্তুত হয়ে গেছে পুলিশ।

* সঞ্জয় দত্তের মুক্তিতে বিনামূল্যে ‘চিকেন সঞ্জু বাবা’
* বৃহস্পতিবার সকালে মুক্ত হচ্ছেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের সাজার মেয়াদে আরও চারদিন
* সঙ্গী কয়েদির ওপর সঞ্জয় দত্তের ছবি
* জেলে সঞ্জয় দত্ত এখন রেডিও জকি
* জেলে সঞ্জয় দত্তের জন্মদিন
* সঞ্জয় দত্তের সাজা কমছে ছয় মাস
* সালমানের সঙ্গে দেখা করলেন সঞ্জয়
* ডিসেম্বরে মুক্ত হবেন সঞ্জয় দত্ত
* পরিবারকে বিদায় দিয়ে আবার জেলে সঞ্জয় দত্ত
* আবার প্যারোল চাইলেন সঞ্জয় দত্ত

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।