ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কনার কণ্ঠে রবীন্দ্রসংগীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
কনার কণ্ঠে রবীন্দ্রসংগীত কনা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলচ্চিত্রের জন্য রবীন্দ্রসংগীত গাইলেন কণ্ঠশিল্পী কনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি গেয়েছেন তিনি।

তপন আহমেদ পরিচালিত ‘ডিটেক্টিভ’ ছবিতে থাকবে এটি। এর সংগীতায়োজন করেছেন ইমন সাহা।  

আধুনিক গানের বাইরে এর আগে নজরুলসংগীত গেয়েছেন কনা। শৈশবে রবীন্দ্রনাথ ও নজরুলের গান শিখেছেন।  তিনি বাংলানিউজকে বললেন, ‘ছোটবেলায় রবীন্দ্রসংগীত শিখেছি। মঞ্চে টুকটাক গেয়েছি। কিন্তু কবিগুরুর গান কখনও রেকর্ড করা হয়নি। এবারই প্রথম শ্রোতারা আমার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনবেন। ’ 

কেমন লাগলো? ভয় আর আনন্দ মিশ্রিত কণ্ঠে কনা বললেন, ‘একটু ভয়ে ভয়ে আছি। কারণ এই রবীন্দ্রসংগীতটা খুবই জনপ্রিয়। বড় বড় শিল্পীদের কণ্ঠে শ্রোতারা গানটা যেভাবে শুনে অভ্যস্ত, আমার গায়কী তেমন না হলে শুনতে হতে পারে ভালো গাইতে পারিনি! এটাই যা একটু ভয়। ’ 

আর আনন্দের উপলক্ষ্য? কনা যোগ করে বললেন, ‘ভয়ে থাকলেও একই সঙ্গে আমি উচ্ছ্বসিত। অ্যানিমেটেড ছবিতে আমার গাওয়া রবীন্দ্রসংগীত কেমন লাগবে তা দেখতে উন্মুখ হয়ে আছি। ’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে এর আগে আরেকটি রবীন্দ্রসংগীত গেয়েছেন পড়শী। এর সংগীতায়োজন করেন হৃদয় খান।

এদিকে ‘রেশমি চুড়ি’ শিরোনামের একটি গানের ভিডিও নিয়ে আসছেন। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন। গানটিতে কনার সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। মিউজিক ভিডিওতে দেখা যাবে দু’জনকেই। নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শিবরাম শর্মা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।