ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আমেরিকা ও ঢাকায় একসঙ্গে ‘গডস অব ইজিপ্ট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আমেরিকা ও ঢাকায় একসঙ্গে ‘গডস অব ইজিপ্ট’

আগামী ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত ‘গডস অব ইজিপ্ট’। একই দিন থেকে ঢাকার ব্লকবাস্টার সিনেমাসেও চলবে এটি।

এর গল্পে দেখা যাবে- সেটের বিরুদ্ধে লড়াই করতে দেবতা হোরাসের সঙ্গে জোট বাঁধে বেক। মিসরের সিংহাসন দখলে মত্ত অন্ধকারের নির্দয় দেবতাকে পরাস্ত করে শান্তিপূর্ণ সাম্রাজ্য গঠনই তাদের লক্ষ্য।

অ্যালেক্স প্রোয়াস পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী ছবিটিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, ব্রেন্টন থোয়াইটস, কুর্টনি ইয়াটন, জিওফ্রে রাশ, চ্যাডউইক বোজম্যান, নিকোলাজ কস্টার-ওয়ালদাউ। এর চিত্রনাট্য তৈরি করেছেন ম্যাট স্যাজামা ও বার্ক শার্পলেস।

সামিট এন্টারটেইনমেন্টের (লায়ন্সগেট) পরিবেশনায় ২ ঘণ্টা ৭ মিনিট ব্যাপ্তির ছবিটি তৈরিতে খরচ হয়েছে ১৪ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা!

বাংলাদেশ সময় : ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।