ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘পাওয়ার প্লে’ নিয়ে মিশু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
‘পাওয়ার প্লে’ নিয়ে মিশু মিশু চৌধুরী

একসময় বাইশ গজে দাপিয়ে বেড়াতেন, এখন ক্রিকেট বিষয়ক নানান আয়োজনে থাকেন। বলছি প্রাক্তন নারী ক্রিকেটার মিশু চৌধুরীর কথা।

ক্রিকেটের বিভিন্ন সিরিজে নানান অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

এবার এশিয়া কাপের শুরু থেকে শেষ পর্যন্ত একটি অনুষ্ঠানে দেখা যাবে মিশুকে। নাম ‘গ্রামীণফোন পাওয়ার প্লে’। মাছরাঙা টেলিভিশনে বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে টুর্নামেন্টের প্রতিটি খেলার আগে সন্ধ্যা ৭টা ও খেলা শেষে প্রচার হবে এটি। চলবে ৬ মার্চ পর্যন্ত।

মিশু বাংলানিউজকে জানান, খেলা শুরুর আগে একজন ক্রিকেটার ও খেলা শেষে আরেকজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।