ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রাজ্জাক যেখানে প্রাক্তন চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
রাজ্জাক যেখানে প্রাক্তন চেয়ারম্যান রাজ্জাক

এফএম রেডিও চ্যানেল ভূমিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি হাজির থাকবেন নায়করাজ রাজ্জাক। তিনি নিয়মিত বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেন।

খেলার প্রতি ভালোবাসা থেকেই টি২০ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে ধারাভাষ্য দেবেন তিনি।   

রাজ্জাকের কনিষ্ঠ পুত্র সম্রাট জানান, শারীরিকভাবে এখন বেশ সুস্থ আছেন তার বাবা। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। ক্রিকেট খেলা দেখা করা তার শখ। রেডিওতে কথা বলার প্রস্তাব পেয়ে তাই সম্মতি জানিয়েছেন।

সম্রাট আরও জানান, ‍সুস্থ হয়ে একটি নাটকে অভিনয় করেছিলেন রাজ্জাক। আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। আগামী মার্চের প্রথম সপ্তাহে দৃশ্যধারণ করা হবে এর। আবারও সম্রাটের পরিচালনায় কাজ করবেন তিনি।

নাম চূড়ান্ত না হওয়া নাটকটিতে রাজ্জাক অভিনয় করবেন প্রাক্তন চেয়ারম্যানের ভূমিকায়। তার ছেলের (বর্তমান চেয়ারম্যান) ভূমিকায় থাকছেন সম্রাট। তিনি জানান, নাটকটি বেশ হাস্যরসাত্মক। বাপ-বেটার রসিকতা দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আশাবাদ তার।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসও/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।