ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

তৌকীর-তারিন ‘ও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
তৌকীর-তারিন ‘ও’

আবার একসঙ্গে অভিনয় করলেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌকীর আহমেদ ও তারিন। তাদের এবারের নাটকের নাম ‘ও’।



নাটকটি প্রসঙ্গে নাট্যকার আহমেদ শাহাবুদ্দীন জানান, এটি আশপাশের একটি কর্মজীবী দম্পতির গল্প। অমিয়া ও রাজন ভালোবেসে সংসার করছে তিন বছর ধরে। দু'জনই বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করে। থাকে একটা ভাড়াবাড়িতে। বেতনের টাকা দু'জন সমানভাবে খরচ করে সংসারের প্রয়োজনে। তবে রাজনকে না জানিয়ে বাবাকে কিছু বাড়তি টাকা দেয় অমিয়া। কারণ তার বাবার আর্থিক অবস্থা ভালো না। রাজন একসময় এটা বুঝতে পারে। বিষয়টি তার আত্মসম্মানে লাগে।

এ ঘটনা রাজনের বিশ্বাসে চির ধরায়। তার মনে সন্দেহ জাগে। তার মনে হতে থাকে, এমন অনেক কাজই অমিয়া তাকে না জানিয়ে করে। কিন্তু এ নিয়ে অমিয়াকে কিছু বলে না রাজন। একদিন অমিয়াকে ফ্ল্যাট কিনতে রাজি করায় সে। ফ্ল্যাটের ইনস্টলমেন্টের টাকা দেবে রাজন। অমিয়া চালাবে সংসারের খরচ।

কিন্তু সংসারের পুরো খরচ চালাতে গিয়ে বাবাকে টাকা পাঠানো তার কঠিন হয়ে পড়ে। তবু সে কষ্ট করে সবকিছু সামলে নেয়। এভাবে একসময় ফ্ল্যাট হস্তান্তরের দিন আসে। কিন্তু হস্তান্তরের দিন ঘটে অমিয়ার জীবনে ভয়ঙ্কর ঘটনা।

মোহাম্মদুল্লাহ নান্টুর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, সোম আকবর প্রমুখ। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ও’।

বাংলাদেশ সময় : ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।