ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

স্বাধীনতার উৎসবে মমতাজ-বাপ্পা-পড়শী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
স্বাধীনতার উৎসবে মমতাজ-বাপ্পা-পড়শী মমতাজ, বাপ্পা মজুমদার ও পড়শী

একমঞ্চে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, বাপ্পা মজুমদার ও পড়শী। এই আয়োজনের নাম ‘স্বাধীনতার উৎসব’।

প্রতিবছরের ধারাবাহিকতায় কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশার ও এটিএন বাংলা।    

আগামী ১১ মার্চ ঢাকার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এতে মমতাজ, বাপ্পা ও পড়শীর পাশাপাশি আরও গাইবেন প্রতীক হাসান, মারিয়া শিমু ও সামিয়া।

এর পাশাপাশি বিমান বাহিনীর নিজস্ব শিল্পীরাও অংশ নেবেন সাংস্কৃতিক আয়োজনে। অনুষ্টানটি উপস্থাপনা করবেন হুমায়রা ও ফাইজা খান। পরিচালনায় মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান এবং রুমানা আফরোজ। পুরো অনুষ্ঠান সরাসরি উপভোগ করা যাবে এটিএন বাংলায়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।