ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সজলের নায়িকা মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সজলের নায়িকা মাহি সজল ও মাহিয়া মাহি

নতুন ছবি হাতে নিলেন জনপ্রিয় অভিনেতা সজল। নাম ‘হারজিত’।

এতে তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবিটির কাহিনী লিখেছেন কাশেম আলী দুলাল, পরিচালনা করবেন বদিউল আলম খোকন। নিউ জেন এন্টারটেইনমেন্ট ও অভি কথাচিত্রের ব্যানারে এর দৃশ্যধারণ শুরু হবে মে মাসে।

সজল এর আগে দুটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত 'নিঝুম অরণ্যে' (বাঁধন) ও গত বছর মুক্তি পাওয়া তন্ময় তানসেনের ‘রানআউট’ (মৌসুমী নাগ, রোমানা স্বর্ণা)।

এদিকে আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মাহির নতুন ছবি 'কৃষ্ণপক্ষ'। মেহের আফরোজ শাওনের পরিচালনায় এতে তার সহশিল্পী রিয়াজ ও ফেরদৌস।

বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।