ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সঞ্জয়ের মুক্তি ঠেকাতে মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সঞ্জয়ের মুক্তি ঠেকাতে মামলা সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বারবার প্যারোলে ছুটি পাওয়া ও আগাম মুক্তি নিয়ে নানান বিতর্ক রয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে তার ছাড়া পাওয়ার কথা।

এর আগে তৈরি হয়ে গেলো বাধা।

সঞ্জয়ের মুক্তিকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন প্রদীপ ভালেকর নামের এক ব্যক্তি। ৫৬ বছর বয়সী এই অভিনেতা কীভাবে মুক্তি পাচ্ছেন তা জানতে চেয়ে বোম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।

১৯৯৩ সালের মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র রাখার দায়ে তার পাঁচ বছরের সাজা হয়। এই পাঁচ বছরের মধ্যে তিনি কতোদিন হাজতে ছিলেন তা জানতে চেয়েছেন মামলা করা ব্যক্তি। অন্য কয়েদিদের চেয়ে সঞ্জুবাবা সুযোগ-সুবিধা বেশি পেয়েছেন বলেও অভিযোগ তার। মামলার শুনানি হবে বৃহস্পতিবার।

এদিকে সঞ্জয় দত্তের মুক্তির কাউন্টডাউন গুনছেন তার পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তরা। মুম্বাইয়ের এক হোটেল ব্যবসায়ী নিখরচায় সবাইকে খাওয়ানোর ঘোষণা দিয়েছেন।

* জেল থেকে বেরিয়ে মায়ের কবরে যাবেন সঞ্জয় দত্ত
* উড়োজাহাজে ঘরে ফিরবেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের মুক্তিতে বিনামূল্যে ‘চিকেন সঞ্জু বাবা’
* বৃহস্পতিবার সকালে মুক্ত হচ্ছেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের সাজার মেয়াদে আরও চারদিন
* সঙ্গী কয়েদির ওপর সঞ্জয় দত্তের ছবি
* জেলে সঞ্জয় দত্ত এখন রেডিও জকি
* জেলে সঞ্জয় দত্তের জন্মদিন
* সঞ্জয় দত্তের সাজা কমছে ছয় মাস
* সালমানের সঙ্গে দেখা করলেন সঞ্জয়
* ডিসেম্বরে মুক্ত হবেন সঞ্জয় দত্ত
* পরিবারকে বিদায় দিয়ে আবার জেলে সঞ্জয় দত্ত
* আবার প্যারোল চাইলেন সঞ্জয় দত্ত

বাংলাদেশ সময় : ০১০২  ঘণ্টা, ফেব্রুয়ারি
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।