ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

মহিলা সমিতি মঞ্চের ভাড়া ১৫ হাজার টাকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
মহিলা সমিতি মঞ্চের ভাড়া ১৫ হাজার টাকা!

আধুনিকায়নের মধ্য দিয়ে নাটক মঞ্চায়নের জন্য আবার খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তন। আধুনিক সকল সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা এ মিলনায়তনে ফেডারেশানভুক্ত নাট্য সংগঠনগুলো নিয়মিত নিজেদের প্রযোজনা মঞ্চায়ন করতে চায়।

কিন্তু এ ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ভাড়া।

রাজধানীর বেইলি রোডের নাটক সরণিতে নবনির্মিত মহিলা সমিতি ভবনের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। কিন্তু নাট্যদলগুলোর জন্য এতো টাকা ভাড়া দিয়ে নাটক মঞ্চায়ন দুঃসাধ্য।

জানা গেছে, নির্ধারিত ভাড়া মহিলা সমিতির জন্য যৌক্তিক, এর কম হলে তাদেরকে ভর্তুকি দিতে হবে। মহিলা সমিতিতে নিয়মিত নাটক চালিয়ে যাওয়ার স্বার্থে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের নেতারা তাই আর্থিক ভর্তুকির ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় নতুন ভবনটি নির্মিত হয়েছে। ফেডারেশানের প্রত্যাশা- মহিলা সমিতিতে নিয়মিত নাট্যচর্চার স্বার্থে আর্থিক ভর্তুকির ব্যবস্থা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রধানমন্ত্রী। আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের নাটক সরণিতে নবনির্মিত মহিলা সমিতি ভবনটি উদ্বোধন করবেন তিনি।

বাংলাদেশ মহিলা সমিতি বাংলাদেশের নাট্যইতিহাসের কেন্দ্রভূমি। স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণায় নারী সমাজের অগ্রণী নেত্রী ও শিক্ষাবিদ প্রয়াত ড. নীলিমা ইব্রাহিমের নেতৃত্বে এবং বিশিষ্ট সমাজসেবী প্রয়াত বেগম আইভি রহমানের সহযোগিতায় বাংলাদেশ মহিলা সমিতি যাত্রা শুরু করে। ১৯৭৩ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘বাকী ইতিহাস’ নাটক দিয়ে মহিলা সমিতি মঞ্চে (বর্তমানে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন) নিয়মিতভাবে গ্রুপ থিয়েটার চর্চা শুরু হয়। এখানে দেশ-বিদেশের অনেক দল নাটক মঞ্চায়ন করেছে।

নাট্যচর্চার অনেক আন্দোলনের সূচনা হয়েছে মহিলা সমিতি থেকেই। বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তন ও গাইড হাউজ মিলনায়তনের নাট্যচর্চার ফলশ্রুতিতেই বেইলি রোডের নাম পরিবর্তন করে ‘নাটক সরণি’ করা হয়। এটাও বাংলাদেশের নাট্যশিল্পীদের আন্দোলনের ফসল। তবে বর্তমানে বেইলি রোডের দোকানগুলোর সাইনবোর্ডে ‘নাটক সরণি’ লেখাটি খুঁজে পাওয়া দুস্কর।

মহিলা সমিতি ভাঙার ফলে এবং গাইড হাউজ মিলনায়তন বন্ধ থাকায় দীর্ঘদিন এখানে নাট্যচর্চা নেই বলেই এমনটা হয়েছে বলে মন্তব্য ফেডারেশানের নেতাদের। তবে আবার নাট্যচর্চা শুরু হলে এই অবস্থার পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করলেন তারা। সাইনবোর্ডে যেন নাটক সরণি কথাটি লেখা থাকে সেজন্য বেইলি রোডের সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে চিঠি দেবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। একই সঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাবেন তারা।

বাংলাদেশ সময় : ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।