ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ভারতের পতাকাকে স্যালুট করলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ভারতের পতাকাকে স্যালুট করলেন সঞ্জয় দত্ত কারাগার থেকে বের হচ্ছেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত এখন মুক্ত। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে পুনের ইয়েরওয়াড়া কারাগারের ফটক দিয়ে বেরিয়েছেন তিনি।

গালভর্তি দাড়ি, কপালে তিলক, গায়ে নীল রঙা শার্ট ও জিন্স, কাঁধে বড়সড় ব্যাগ, হাতে একদলা কাগজ- বলিউডের এই অভিনেতাকে ঠিক এভাবেই দেখা গেলো।

ফটক দিয়ে বের হওয়ার পর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে, মাটিতে হাত স্পর্শ করে ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারের দিকে ফিরে তাকান সঞ্জয়। তারপর স্যালুট করলেন ভারতের পতাকাকে।

বাইরে তখন অপেক্ষায় ছিলেন নির্মাতা রাজকুমার হিরানি ও সঞ্জয়ের সহধর্মিণী মান্যতা। ছিলো অনেক সংবাদমাধ্যম। এরপর গাড়িতে চড়ে বিমানবন্দরের দিকে রওনা দেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। সেখান থেকে উড়োজাহাজে চড়ে মুম্বাই ফিরছেন তিনি। পুনে বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমেকে সঞ্জয় বলেন, ‘মুক্তির কোনো সহজ পথ নেই, আমার বন্ধুরা। ’

নির্ধারিত সময়ের আট মাস আগেই মুক্ত হয়ে গেলেন সঞ্জয়। কয়েদি হিসেবে সুব্যবহারের পুরস্কার হিসেবে তাকে আগাম ছেড়ে দেওয়া হয়েছে। এ কারণে মামলাও হয়েছে। ২০১৩ সালের মে থেকে ২০১৪ পর্যন্ত মোট ১১৮ দিন জেলের বাইরে থাকার সুযোগ পেয়েছেন তিনি। তবে ইয়েরওয়াড়া কারাগারের সুপারিনটেনডেন্ট ইউটি পাওয়ার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেছেন, ‘তার সাজা মওকুফ জেলের নিয়মের মধ্যে আছে। আর অন্য কয়েদিদের মতোই তাকে দেখা হয়েছে এখানে। ’


১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পাঁচ বছরের সাজা ভোগ করেছেন সঞ্জয় দত্ত। ১৯৯৬ সালে কারাদন্ড দেওয়া হয় তাকে। মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে দেড় বছর জেল খেটে জামিনে মুক্তি পান তিনি। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে তাকে পাঁচ বছরের সাজা পূর্ণ করার আদেশ দেন। এরপর থেকে ৪২ মাসের সাজা ভোগ করেন তিনি।

* সঞ্জয়ের মুক্তি ঠেকাতে মামলা
* জেল থেকে বেরিয়ে মায়ের কবরে যাবেন সঞ্জয় দত্ত
* উড়োজাহাজে ঘরে ফিরবেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের মুক্তিতে বিনামূল্যে ‘চিকেন সঞ্জু বাবা’
* বৃহস্পতিবার সকালে মুক্ত হচ্ছেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের সাজার মেয়াদে আরও চারদিন
* সঙ্গী কয়েদির ওপর সঞ্জয় দত্তের ছবি
* জেলে সঞ্জয় দত্ত এখন রেডিও জকি
* জেলে সঞ্জয় দত্তের জন্মদিন
* সঞ্জয় দত্তের সাজা কমছে ছয় মাস
* সালমানের সঙ্গে দেখা করলেন সঞ্জয়
* ডিসেম্বরে মুক্ত হবেন সঞ্জয় দত্ত
* পরিবারকে বিদায় দিয়ে আবার জেলে সঞ্জয় দত্ত
* আবার প্যারোল চাইলেন সঞ্জয় দত্ত

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।