ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের বাগানবাড়িতে সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সালমানের বাগানবাড়িতে সঞ্জয় দত্ত (বাঁ থেকে) সালমান খান ও সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এখন মুক্ত। পাঁচ বছর সাজা ভোগের পর বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি।



জানা গেছে, জেল থেকে বের হওয়ার পর ঘরে ফেরার আগে একটু বিশ্রাম নিতে বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল বাগানবাড়িতে কিছু সময় কাটাবেন সঞ্জয়। সেখানে ৫৬ বছর বয়সী এই অভিনেতার জন্য পার্টির আয়োজন করা হয়েছে। এখানে তার সঙ্গে থাকবেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।  

সালমান প্রসঙ্গে সঞ্জয় বলেছেন, ‘ও আমার ছোট ভাই। আর ছোট ভাই-ই থাকবে। প্রার্থনা করি আরও বড় তারকা হোক ও। ’
সঞ্জয়কে সময় দিয়ে ‘সুলতান’ ছবির দৃশ্যধারণে অংশ নিতে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেন সালমান।  


* সঞ্জয়ের মুক্তি ঠেকাতে মামলা
* ভারতের পতাকাকে স্যালুট করলেন সঞ্জয় দত্ত
* উড়োজাহাজে ঘরে ফিরবেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের মুক্তিতে বিনামূল্যে ‘চিকেন সঞ্জু বাবা’
* বৃহস্পতিবার সকালে মুক্ত হচ্ছেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের সাজার মেয়াদে আরও চারদিন
* সঙ্গী কয়েদির ওপর সঞ্জয় দত্তের ছবি
* জেলে সঞ্জয় দত্ত এখন রেডিও জকি
* জেলে সঞ্জয় দত্তের জন্মদিন
* সঞ্জয় দত্তের সাজা কমছে ছয় মাস
* সালমানের সঙ্গে দেখা করলেন সঞ্জয়
* ডিসেম্বরে মুক্ত হবেন সঞ্জয় দত্ত
* পরিবারকে বিদায় দিয়ে আবার জেলে সঞ্জয় দত্ত
* আবার প্যারোল চাইলেন সঞ্জয় দত্ত

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।