ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সাতটি ভাষায় শাহরুখের ‘জাবরা ফ্যান’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সাতটি ভাষায় শাহরুখের ‘জাবরা ফ্যান’ (ভিডিও) ‘জাবরা ফ্যান’গানের দৃশ্যে শাহরুখ খান

শাহরুখ এখন ব্যস্ত তার নতুন ছবি ‘ফ্যান’-এর দৃশ্যধারণের কাজ নিয়ে। ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে এর প্রথম গান ‘জাবরা ফ্যান’।

বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটি। সবচেয়ে মজার বিষয় হলো, শুধু হিন্দিতে নয়, বাংলা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, তামিল ও ভোজপুরি মোট সাতটি ভাষায় সংস্করণ করা হয়েছে ‘জাবরা ফ্যান’।

এগুলো গেয়েছেন অনুপম রয় (বাংলা), মনোজ তিওয়ারি (ভোজপুরি), হরভাজন মন (পাঞ্জাবি), নাকাশ আজিজ (তামিল ও হিন্দি), অরভিন্দ ভেগড়া (গুজরাটি) ও আভাদূত গুপ্ত (মারাঠি)।  

* অনুপম রয়ের কণ্ঠে বাংলা সংস্করণ ‘ব্যাপক ফ্যান’ ভিডিও :


* মনোজ তিওয়ারির কণ্ঠে ভোজপুরি সংস্করণ ‘জবরদাস্ত ফ্যান’ ভিডিও :


* হরভাজন মনের কণ্ঠে পাঞ্জাবি সংস্করণ ‘ঘায়েন্ত ফ্যান’ ভিডিও :


* নাকাশ আজিজের কণ্ঠে তামিল সংস্করণ ‘তাকারা ফ্যান’ ভিডিও :


* অরভিন্দ ভেগড়ার কণ্ঠে গুজরাটি সংস্করণ ‘জাবরো ফ্যান’ ভিডিও :


* আভাদূত গুপ্তের কণ্ঠে মারাঠি সংস্করণ ‘জাবরা ফ্যান’ ভিডিও :


* নাকাশ আজিজের কণ্ঠে হিন্দি সংস্করণ ‘জাবরা ফ্যান’ ভিডিও :


বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।