ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বাড়ি ফিরলেন সঞ্জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বাড়ি ফিরলেন সঞ্জয়

অভিনেতা সঞ্জয় দত্তের জীবনে আজকের দিনটি খুব বিশেষ। পুনের ইয়েরওয়াড়া কারাগারে পাঁচ বছর সাজা ভোগ করার পর আজ ভারতীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে জেল থেকে ছাড়া পান তিনি।

সড়ক পথে নয়, উড়োজাহাজে চড়ে মুম্বাই ফিরেছেন সঞ্জয়।

কারা মুক্ত হওয়ার পর বেশ আনন্দিত বলিউডের এই অভিনেতা। পুলিশ, নিরাপত্তাকর্মী ও ভক্তদের ভালোবাসার জন্যই ভালোভাবে ফিরে আসতে পেরেছে এমনটা নিজেই জানিয়েছেন মুন্নাভাই।

জেল থেকে ছাড়া পাওয়ার পর সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা করতে যান ৫৬ বছর বয়সী এই অভিনেতা। সেখানে থেকে মেরিন লাইন্স স্টেশনে অবস্থিত বড় কবরস্থানে মা নার্গিসের সমাধিস্থল দর্শন করেন। নার্গিস মারা যান ১৯৮১ সালে। সঞ্জয়ের নানি জাদ্দানবাঈয়ের কবরের পাশে শায়িত করা হয় তাকে।

সবকিছু শেষ করে এখন মুম্বাইয়ের পালি হিলসে অবস্থিত তার বাড়ি ইমপেরিয়াল হাইটসে পৌঁছেছেন। শোনা যাচ্ছে, সেখান থেকেই ঘনিষ্ঠ বন্ধু বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল বাগানবাড়িতে যাবেন সঞ্জয়।

* সালমানের বাগানবাড়িতে সঞ্জয়!
* ভারতের পতাকাকে স্যালুট করলেন সঞ্জয় দত্ত
* সঞ্জয়ের মুক্তি ঠেকাতে মামলা
* জেল থেকে বেরিয়ে মায়ের কবরে যাবেন সঞ্জয় দত্ত
* উড়োজাহাজে ঘরে ফিরবেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের মুক্তিতে বিনামূল্যে ‘চিকেন সঞ্জু বাবা’
* বৃহস্পতিবার সকালে মুক্ত হচ্ছেন সঞ্জয় দত্ত
* সঞ্জয় দত্তের সাজার মেয়াদে আরও চারদিন
* সঙ্গী কয়েদির ওপর সঞ্জয় দত্তের ছবি
* জেলে সঞ্জয় দত্ত এখন রেডিও জকি
* জেলে সঞ্জয় দত্তের জন্মদিন
* সঞ্জয় দত্তের সাজা কমছে ছয় মাস
* সালমানের সঙ্গে দেখা করলেন সঞ্জয়
* ডিসেম্বরে মুক্ত হবেন সঞ্জয় দত্ত
* পরিবারকে বিদায় দিয়ে আবার জেলে সঞ্জয় দত্ত
* আবার প্যারোল চাইলেন সঞ্জয় দত্ত

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।