ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অডিশন দিতে এসে কাঁপছিলেন কুসুম সিকদার!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
অডিশন দিতে এসে কাঁপছিলেন কুসুম সিকদার! কুসুম সিকদার/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চ্যানেল আই ভবনের নিচতলার স্টুডিওটা কুসুম সিকদারের জন্য বিশেষ একটা জায়গা। এখানে তিনি অনেকবার এসেছিলেন সেজন্য নয়।

এখানেই ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ একই স্টুডিওতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটির সংবাদ সম্মেলনে অংশ নিতে এসে সেই স্মৃতি রোমন্থন করলেন কুসুম। তিনি বলেন, ‘এই জায়গাটা আমাকে সেদিনের কথা কখনও ভুলতে দেবে না। খুবই ভয়ে ছিলাম। মনে হচ্ছিলো জীবনে প্রথমবার অভিনয় করবো। আগে কিছুই করিনি, কিছুই পারি না, একেবারেই নতুন বুঝি! যেন শুন্য থেকে শুরু করবো। বোঝাতে পারবো না আমি কতোটা ভয়ে ছিলাম। ’

কুসুম জানান, অডিশনে ছিলেন ফরিদুর রেজা সাগর, গৌতম ঘোষ এবং তার স্ত্রী ও পুত্র ঈশান। তিনি আরও বলেন, ‘স্যারের (গৌতম ঘোষ) সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিলো, এরকম একজন বিখ্যাত মানুষের সামনে দাঁড়িয়ে আছি, ছোটবেলা থেকে যার নাম শুনে আসছি, বোঝার পর থেকে যার ছবি বোঝার চেষ্টা করেছি, সেই ব্যক্তিত্ব আমার সামনে এসে পরীক্ষা নেবেন, এটা ভাবতেই কাঁপছিলাম। সেই স্মৃতি মনে পড়ায় এখনও আমার গা কাঁপছে!’

ছবিটির গল্প প্রসঙ্গে কুসুম জানান, এতে কিছু ব্যক্তি বা কিছু পরিবারের সমস্যা, চড়াই-উতরাই, কষ্ট ও যন্ত্রণা দেখানো হয়েছে। কিন্তু যে কষ্টটা পাচ্ছে সেগুলোর জন্য তারা নিজেরা দায়ী নয়। চরিত্রগুলো কিছু বোঝা বহন করছে ও ভুগছে, যেগুলোর দায়ভার আসলে তাদের নয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “একই সংস্কৃতি, একই ভাষার খন্ডিত পরিচয়ের মানুষগুলো ‘শঙ্খচিল’ দেখার পর মুক্তির পথ খুঁজে পাবে। ”

‘শঙ্খচিল’-এ কুসুম অভিনয় করেছেন এক স্কুল শিক্ষকের স্ত্রীর ভূমিকায়। শিক্ষক চরিত্রে আছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত দুই ব্যক্তির সঙ্গে একই ছবিতে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করলেন কুসুম। তার ভাষ্য, ‘একেবারে সত্যি বলছি, কখনও ভাবিনি তার (গৌতম ঘোষ) পরিচালনায় কাজ করার সৌভাগ্য আমার হবে। শেষ পর্যন্ত হয়েছে, সেজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ছবিটির দুই প্রযোজক হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর, অভিনয়শিল্পী মামুনুর রশীদ, শাহেদ আলী, সাঁঝবাতি, বুড়ি আলী, নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া। এ আয়োজন চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হয়।

আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পাশাপাশি ‘শঙ্খচিল’ যৌথভাবে প্রযোজনা করেছেন প্রসেনজিৎ ও মৌ রায় চৌধুরী। আগামী পহেলা বৈশাখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময় : ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।