ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতায় নির্ঝর ও তার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
কলকাতায় নির্ঝর ও তার গান এনামুল করিম নির্ঝর

স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গান গেয়েছিলেন দেশের ৪১ জন শিল্পী। তাদের গাওয়া ১০১টি গান নিয়ে গত বছর বাজারে আসে ‘এক নির্ঝরের গান’-এর সংকলন।

এবার নতুন মাত্রা যুক্ত হলো এই কাজে।

নির্ঝর জানান, গানশালার উদ্যোগে ওই সংকলন থেকে নির্বাচিত ৩২টি গান সারেগামার মাধ্যমে প্রকাশ হচ্ছে ভারতের কলকাতায়। ২৭ ফেব্রুয়ারি কলকাতার আইসিসিআর মিলয়নায়তনে এর মোড়ক খোলা হবে।

এই আয়োজনে আরও থাকছে সংগীত পরিবেশনা। অ্যালবামটিকে ঘিরে বাংলাদেশ থেকে গান গাইবেন তরুণ সংগীতশিল্পী সভ্যতা, মুন ও লিমন। এছাড়া কলকাতার পাঁচ শিল্পীও এতে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।