ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রুনা লায়লার হ্যাটট্রিক

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
রুনা লায়লার হ্যাটট্রিক রুনা লায়লা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ে হ্যাটট্রিক করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিতে মনমাতানো গায়কীর জন্য টানা তৃতীয়বার এ স্বীকৃতি পেলেন তিনি।



দেশীয় চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি বিভাগে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীদের এ পুরস্কারে ভূষিত করেছে সরকার। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণাটি দেওয়া হয়।

এর আগে ২০১২ সালে ‘তুমি আসবে বলে’ আর ২০১৩ সালে ‘দেবদাস’ ছবির গানের জন্য জাতীয় পুরস্কার পান রুনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ে হ্যাটট্রিক করে তিনি উচ্ছ্বসিত। বাংলানিউজকে নিজের অনুভূতি জানিয়ে রুনা বললেন, ‘তৃতীয়বার সেরা গায়িকা হয়ে হ্যাটট্রিক করলাম, এজন্য খুব ভালো লাগছে। আমাকে নির্বাচন করার জন্য বিচারকদের ধন্যবাদ। সরকারকেও ধন্যবাদ। আমার শ্রোতা, ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চাই, আমি যেন এভাবেই আরও অনেকদিন গেয়ে যেতে পারি। ’

চলচ্চিত্রের গান গাওয়ার জন্য এ নিয়ে সাতবার জাতীয় পুরস্কার পেলেন রুনা। প্রথমবার পেয়েছিলেন ১৯৭৬ সালে ‘দি রেইন’ ছবির ‘চঞ্চলা হাওয়ারে’ গানের জন্য। পরের বছর ‘যাদুর বাঁশি’র ‘যাদু বিনা পাখি’ গানটি তাকে এ সম্মান এনে দেয়।

১৯৮৯ সালে ‘অ্যাক্সিডেন্ট’ আর ১৯৯৪ সালে ‘অন্তরে অন্তরে’ ছবির ‘কাল তো ছিলাম ভালো’ গানের জন্য আরও দু’বার জাতীয় পুরস্কার পান রুনা।

বাংলাদেশ সময় : ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।