ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’তে রুনা লায়লা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’তে রুনা লায়লা রুনা লায়লা ও সৌরভ গাঙ্গুলী

কয়েক বছর আগে মুম্বাই থেকে কলকাতা আসার পথে উড়োজাহাজে গানের নক্ষত্র রুনা লায়লা ও ক্রিকেটের তারকা সৌরভ গাঙ্গুলীর হঠাৎ দেখা হয়েছিলো। এরপর এক অনুষ্ঠানে রুনা গেয়েছিলেন আর নেচেছিলেন গাঙ্গুলীর অর্ধাঙ্গিনী ডোনা গাঙ্গুলী।



নতুন খবর হলো, ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’তে অংশ নিতে যাচ্ছেন রুনা লায়লা। এতে একটি বিশেষ পর্বে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পীকে।

এ পর্বে রুনার পাশাপাশি ভারতের খ্যাতিমান কয়েকজন কণ্ঠশিল্পীও থাকবেন। তাদের মধ্যে রয়েছে আরতি মুখোপাধ্যায় ও রেখা ভরদ্বাজের নাম। কুমার শানুরও থাকার সম্ভাবনা আছে।

‘দাদাগিরি’তে অংশ নিতে আগামী ২৯ ফেব্রুয়ারি কলকাতায় যাচ্ছেন রুনা। পর্বটির দৃশ্যায়ন হবে ১ মার্চ। পরদিনই তিনি ঢাকায় ফিরবেন বলে জানালেন।

অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার সম্মতি জানানো প্রসঙ্গে রুনা বাংলানিউজকে বললেন, ‘সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনা আমি উপভোগ করি। এ অনুষ্ঠানটি অন্যান্য গেম শোর চেয়ে একটু আলাদা। আর এখানে আমার মতো গানের মানুষরাই থাকবেন জেনে আরও ভালো লাগছে। ''

বাংলাদেশ সময় : ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।