ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বিএসএফ ঘাঁটিতে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বিএসএফ ঘাঁটিতে ঐশ্বরিয়া

বলিউডের অনেক তারকা ভারতীয় সৈন্যদের সঙ্গে সময় কাটিয়েছেন। এবার বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সৈন্যদের সঙ্গে সময় কাটালেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পাশাপাশি সেনা ক্যাম্পে নারীদের সঙ্গে নেচেছেনও তিনি।

অ্যাশ এখন পাঞ্জাবে ‘সর্বজিৎ’ ছবির কাজ করছেন। এর ফাঁকে অমৃতসারে গত সপ্তাহের শুরুতে বিএসএফ সদস্যদের দেখা দিয়েছেন তিনি। জানা গেছে, সীমান্তের কাছাকাছি একটি গ্রামে প্রাক্তন এই বিশ্বসুন্দরী কাজ করছেন জেনে বিএসএফ জওয়ানরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন।

দিনের কাজ শেষ করে সৈন্যদেরকে সময় দেন ঐশ্বরিয়া। এ সময় সামরিক পোশাকে সেজেছিলেন তিনি। তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি সেলফিও তুলতে হয়েছে ৪২ বছর বয়সী এই তারকাকে। সৈন্যদের কাছ থেকে উপহার হিসেবে তিনি পেয়েছেন সামরিক টুপি। তাকে এটি দিতে পেরে তারা অভিভূত।

‘সর্বজিৎ’ ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করছেন পাকিস্তানের কারাগারে নিহত ভারতীয় চাষী সর্বজিত সিংয়ের বোন দালবির কৌর চরিত্রে। নাম ভূমিকায় আছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সর্বজিতের স্ত্রী হিসেবে আছেন রিচা চাড্ডা। ওমাঙ কুমার পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ মে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।