ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘ঢাকাই শাড়ি’ গানের শুটিং হায়দরাবাদে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
‘ঢাকাই শাড়ি’ গানের শুটিং হায়দরাবাদে! আরিফিন শুভ ও জলি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘তোকে দেখে মনের স্পিকার বাজলো ভলিউম ফুল/ঢাকাই শাড়ি পড়ে তোকে লাগছে বিউটিফুল…’ এমন কথার গানটি থাকছে আরিফিন শুভ অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘নিয়তি’ ছবিতে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) এর পুরো ভিডিও এসেছে ইউটিউবে।



গানের শিরোনাম ‘ঢাকাই শাড়ি’ হলেও এর ‍দৃশ্যধারণ হয়েছে ভারতের হায়দরাবাদে। আরেকটি তথ্য হলো, ‘ঢাকাই শাড়ি’ গানটি লেখেননি ঢাকার কোনো গীতিকার। কলকাতার সুরকার ও সংগীত পরিচালক স্যাভি এটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন।

এর আগে ‘ঢাকার পোলা’ (মোস্ট ওয়েলকাম টু) কিংবা ‘বাংলাদেশের মেয়ে’ (আমি শুধু চেয়েছি তোমায়) প্রভৃতি গানের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে কলকাতার প্রাধান্য লক্ষ্য করা গেছে।

‘ঢাকাই শাড়ি’ গানটিতে রয়েছে লেমিসের কন্ঠও। এতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন আরিফিন শুভ ও জলি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‘নিয়তি’ পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। যৌথ প্রযোজনার ছবিটিতে প্রথমবার কোনো বাংলাদেশের নায়ককে দেখা যাবে যিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। এটি আগামী পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা।

 * ‘ঢাকাই শাড়ি’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।