ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

হারিয়ে গেছে জ্যাকসনের অস্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
হারিয়ে গেছে জ্যাকসনের অস্কার মাইকেল জ্যাকসন

১৯৩৯ সালের ধ্রুপদী ছবি ‘গন উইথ দ্য উইন্ড’-এর জন্য অস্কার জেতেন এর প্রযোজক ডেভিড ও সালজনেক। তার ওই ট্রফিটি পরে নিলামে কিনেছিলেন প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসন।

দুঃসংবাদ হলো, পুরস্কারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর হলিউড রিপোর্টারের।

সিনেমাপাগল মানুষ জ্যাকসন ১৯৯৯ সালে ১৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে ট্রফিটি কেনেন। কোনো অস্কার পুরস্কার কিনতে এতো অর্থ আর ব্যয় হয়নি। অবশ্য ১৯৪০ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস নিয়ম করেন, কোনো বিজয়ী তার জেতা অস্কার বিক্রি করতে পারবেন না।

২০০৯ সালে ৫০ বছরে জ্যাকসনের আকস্মিক মৃত্যুর পর তার সম্পত্তির নির্বাহকরা প্রয়াত শিল্পীর রেখে যাওয়া জিনিসপত্রের তালিকা তৈরি করে। কিন্তু তারা ট্রফিটি পায়নি কোথাও। ধারণা করা হয়, ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের কাছে নেভারল্যান্ড বাড়িতে অথবা লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে পুরস্কারটি রেখেছিলেন তিনি। কিন্তু দুটি বাড়ি তন্নতন্ন করেও তা মেলেনি।

হতে পারে জ্যাকসনের পরিবারেরেই কোনো সদস্য ট্রফিটি লুকিয়ে রেখেছেন অথবা অন্যান্য জিনিসপত্রের সঙ্গে এটাও হয়তো পড়ে আছে অগোচরে। নতুবা তার শেষ দিনগুলোতে মানসিকভাবে বিপর্যস্ত থাকার সময় এটি চুরি হয়ে গেছে। তবুও তার সম্পত্তির উত্তরাধিকাররা পুরস্কারটি ফিরে পাওয়ার আশায় আছে। এটা ফিরে পেলে জ্যাকসনের সন্তানদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তার অ্যাটর্নি হাওয়ার্ড ওয়াইটজম্যান।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।