ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রূপালি পর্দায় জোভান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
রূপালি পর্দায় জোভান (ভিডিও) ফারহান আহমেদ জোভান

ছোট পর্দার সম্ভাবনাময় অভিনয়শিল্পী হিসেবে নির্মাতাদের আস্থার জায়গায় পৌঁছে গেছেন ফারহান আহমেদ জোভান। ভালোবাসা দিবসে ‘শত ডানার প্রজাপতি’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

এবার তিনি আসছেন রূপালি পর্দায়। অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে দেখা যাবে তাকে। এতে তার নায়িকা নবাগতা শৌমি। এ দু’জন ঠোঁট মিলিয়েছেন একটি গানে।

‘অন্তর খোঁজে স্বজন’ শিরোনামের গানটির ভিডিও বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এসেছে ইউটিউবে। এটি গেয়েছেন তানভির রসি ও রুবাইয়াত উপমা। এর কথা লিখেছেন আরজিন কামাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। নৃত্য পরিচালনায় আরিফ রোহান।

ছবিটিতে আরও আছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। জোভানের চরিত্রটি তিশার ভাইয়ের। তিনি বললেন, ‘পছন্দ হলে সব মাধ্যমেই নিয়মিত অভিনয় করবো। ’

তিন বছর ধরে মিডিয়াতে কাজ করছেন জোভান। এরপর বাংলালিংক সেলফি ও গাজী টিভির বিজ্ঞাপন দুটি জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে তার। প্রথম ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’ (মাছরাঙা টেলিভিশন)। অন্য নাটকগুলোর মধ্যে রয়েছে ধারাবাহিক নাটক ‘রাব্বু ভাইয়ের বউ’ (চ্যানেল নাইন), ‘ব্রাদার্স’ (মাছরাঙা টেলিভিশন), ‘ঝালমুড়ি’ (আরটিভি), ‘হাউজ নম্বর ৪৪’ (এনটিভি), ‘নাইন অ্যান্ড অ্যা হাফ’ (দেশ টিভি) আর ‘শূন্যতা’।

* ‘অন্তর খোঁজে স্বজন’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।