ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারে প্রথম পছন্দ ছিলেন অন্য কেউ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
অস্কারে প্রথম পছন্দ ছিলেন অন্য কেউ! (বাঁ থেকে) এলেন ডিজেনারেস ও ক্রিস রক

৮৮তম অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা-কমেডিয়ান ক্রিস রক। তবে এ ক্ষেত্রে প্রথম পছন্দ ছিলেন টক শো উপস্থাপিকা এলেন ডিজেনারেস।

বৈচিত্রের অভাব থাকা এ আয়োজনে এমন খবর কৃষ্ণাঙ্গদের প্রতি উপেক্ষার দিকটি আরও প্রকট করেছে।

এবারের আসরের অভিনয়শিল্পী বিভাগে মনোনীতদের তালিকায় কৃষ্ণাঙ্গরা উপেক্ষিত থাকার পরও অনুষ্ঠানটি উপস্থাপনা করতে যাচ্ছেন বলে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন ক্রিস রক। কারণ তিনি নিজেও একজন কৃষ্ণাঙ্গ। তাই প্রথম পছন্দ হিসেবে ডিজেনারেসকে ভাবা হয়েছিলো বলে জানান ৫১ বছর বয়সী এই তারকা।

ক্রিস রক বলেছেন, ‘আমার প্রতিনিধিকে বলেছিলাম, অস্কার মঞ্চে যেতে চাই, কারণ উপস্থাপনার চেয়ে সহজ আর ভালো আর কি হতে পারে! মঞ্চে আসুন, মজার কিছু করুন, তারপর চলে যান, এই তো উপস্থাপকের কাজ। ’

যোগ করে ক্রিস আরও বলেন, ‘এবার অস্কার উপস্থাপনার সুযোগ পেয়েছি এলেন ডিজেনারেস না করেছেন বলে। আমি নিশ্চিত, তিনি আরও আটবার না করে বসবেন। অস্কারে তার উপস্থাপনা খুবই ভালো ছিলো। একেই বলে মানসম্পন্ন কাজ। ’

গতবার অস্কার উপস্থাপনা করেন অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস। তবে ২০১৪ সালের অনুষ্ঠানে সাড়া ফেলে দেন ডিজেনারেস। বিশেষ করে হলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকার সঙ্গে তার তোলা সেলফি টুইটারে বিশ্বরেকর্ড গড়ে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।