ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্ট্রেলিয়ায় পড়শীর চার কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
অস্ট্রেলিয়ায় পড়শীর চার কনসার্ট পড়শী/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পড়শী। গানের টানেই ক’দিনের জন্য দেশ ছাড়ছেন তিনি।

আগামী ২ মার্চ থেকে অস্ট্রেলিয়ার দুটি শহরে চারটি কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।  

পড়শী বাংলানিউজকে জানান, প্রবাসী শ্রোতাদের সামনে গাইতে তার বরাবরই ভালো লাগে। তাদের কাছে গিয়ে গান শোনানোর প্রস্তাব এলে সাধারণত না করেন না তিনি। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে তিনটি ও মেলবোর্নে একটি কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি, সঙ্গে থাকবেন নিজের ব্যান্ড বর্ণমালার সদস্যরা।  

পড়শী ঢাকায় ফিরবেন ৮ মার্চ। ১২ মার্চ থেকে আবার ব্যস্ত হয়ে পড়বেন দেশের মঞ্চে। তিনি সবশেষ গিয়েছিলেন মালয়েশিয়ায়। তবে গান শোনাতে নয়। তখন শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল-ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ ছবির গানের দৃশ্যধারণে অংশ নেন পড়শী। এতে তার সহশিল্পী চিত্রনায়ক শাকিব খান।  

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।